
যা যা জানতে পারবেন :
প্রশ্নঃ ইভটিজিং নিয়ে বাংলা অনুচ্ছেদ লিখ ।
উত্তরঃ
ইভটিজিং অনুচ্ছেদ
বর্তমানে বাংলাদেশে নারীদের প্রতি ইভটিজিং একটি নিয়মিত ঘটনা । প্রতিদিনই নারীরা কোন না কোন ভাবে ইভটিজিংয়ের কবলে পড়ে। ইভটিজিং বলতে মেয়েদের যৌন হয়রানি করা এবং রাস্তাঘাটে উত্যক্ত করা বুঝায়। এর ফলে নারীদের স্বাভাবিক চলাচলে ব্যাঘাত ঘটে ও অস্বস্তি বোধ করে। আজকাল এক শ্রেণির বখাটে ছেলে রাস্তাঘাটে স্কুলগামী বা কর্মজীবী নারীদেরকে অশ্লিল মন্তব্য বা কটুক্তি দ্বারা বিরক্ত করে। বেকার, ভবঘুরে এবং প্রভাবশালী পরিবারের উচ্ছৃংখল এবং মাদকাসক্ত যুবকরাই সাধারণত মেয়েদেরকে ইভটিজিং করে। ইভটিজিংয়ের নানাবিধ কারণ রয়েছে। নৈতিক অধঃপতন, ধর্মীয় শিক্ষার অভাব, বেকার সমস্যা, স্যাটেলাইট টিভি চ্যানেলের অরুচিকর ও অশ্লীল অনুষ্ঠানমালা ইভটিজিং এর জন্য দায়ী। কোমলমতি তরুণী এবং পােষাক শিল্পে কর্মরত নারীরাই এ জঘন্য কাজের প্রধান শিকার। এ সকল মহিলারা গরীব শ্রেণির। সমাজে ইভটিজিংয়ের একটি ভয়াবহ প্রভাব আছে । ইভটিজিংয়ের ফলে মেয়েরা স্কুল ও কলেজে যাওয়া বন্ধ করে দেয়। অনেক মেয়ে অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। এমনকি ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে মেয়ের পিতা-মাতা এবং কলেজের শিক্ষক ও প্রাণ হারিয়েছে। ইভটিজিং বন্ধে সরকার কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইভটিজিংকারীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেবল সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে এই সামাজিক ব্যধিটি দূর করা যেতে পারে। ইভটিজিংয়ের বিরুদ্ধে আমাদের সকলকে সামাজিক প্রতিরােধ গড়ে তুলতে হবে।
—সমাপ্তি–
আরও জানুনঃ
সব গুরুত্বপূর্ণ বাংলা অনুচ্ছেদগুলোর তালিকা
ইভটিজিং সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রকাশ করুন। ইভটিজিং অনুচ্ছেদটি কেমন লেগেছে ? এতে কি সংযোজন করা যায় বা বাদ দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন ? মন্তব্য করে জানান আমাদের ।