যা যা জানতে পারবেন :
ওয়ার্ডপ্রেস ব্লগে নতুন পোষ্ট লিখার উপায় : আপনি যেভাবে ওয়ার্ডপ্রেস ব্লগে বা কুমিল্লা আইটিতে লেখা প্রকাশ করবেন তার সম্পূর্ণ পদ্ধতি নিচে দেয়া হলো ।
প্রথমত, আপনাকে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে(এখানে কুমিল্লা আইটিতে) Username ও Password দিয়ে লগিন করতে হবে – কুমিল্লা আইটিতে লগিন । একাউন্ট না থাকলে রেজিস্টার করুন ।
তারপর, লগিন সফল হলে, আপনাকে Dashboard এ নিয়ে যাওয়া হবে । সেখানে POST অপশন হতে Add New অপশনে যাবেন ।
তারপর যেভাবে পোষ্ট লেখবেন নিম্নে বর্ণনা দেয়া হলো :

- HEADLINE -(আপনার লেখার বিষয় )মার্জিত ভাষায় সংক্ষিপ্ত শিরোনাম । এটি হলো পোষ্ট টাইটেল ।
- আপনার অভিনন্দন দিয়ে মূল কন্টেন্টটির বিষয়ে লিখুন ।
- Category – আপনার পোষ্টের জন্য সুন্দর ও মানানসই Category নির্বাচিত করুন ।
- TAG = Keyword বা TAG যোগ করতে TAG লেখার জায়গায় আপনার TAG বা Keyword টি লেখে Enter এ চাপ দিন এড হয়ে যাবে । একাধিক Keyword বা TAG যোগ করতে কমার ব্যবহার করুন ।
- PUBLISH – লেখাটি প্রকাশ করতে PUBLISH এ ক্লিক করুন ,তাহলেই আপনার পোষ্টটি ব্লগে প্রকাশিত হয়ে যাবে।
ওয়ার্ডপ্রেস কিভাবে শিখব
ওয়ার্ডপ্রেস শিখা সহজ । এখন ওয়ার্ডপ্রেস শেখার জন্য ইন্টারনেটে ভুড়ি ভুড়ি ওয়েবসাইট পাবেন যখান থেকে ফ্রিতে ওয়ার্ডপ্রেস শিখতে পারবেন । ওয়ার্ডপ্রেস শিখতে আগ্রহী হলে কমেন্টে জানান ।
ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল pdf
ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল pdf কেন দরকার যদি সব এক ওয়েবসাইটেই পাওয়া যায় । ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল pdf ডাউনলোড করে কেন শুধু শুধু স্পেস নষ্ট করবেন । ওয়ার্ডপ্রেস শিখতে আপনি আগ্রহী হলে কমেন্টে জানাতে পারেন ।
ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি
ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি বা ব্লগ তৈরি খুবই সহজ । এখন ওয়ার্ডপ্রেস শেখার জন্য ইন্টারনেটে অনেক ওয়েবসাইট পাবেন যখান থেকে ফ্রিতে ওয়ার্ডপ্রেস শিখতে পারবেন । ওয়ার্ডপ্রেস শিখতে আগ্রহী হলে জানাবেন লিংক গুলো শেয়ার করব ।
ওয়ার্ডপ্রেস শিখুন
ফ্রিতে বা অল্প খরচে সুন্দর ব্লগ বা ওয়েবসাইট বানাতে ওয়ার্ডপ্রেস শিখুন । ওয়ার্ডপ্রেস শিখার জন্য আপনাকে কোনো পেইড কোর্স নিতে হবেনা । এখন ইন্টারনেটই সব পাবেন । গুগল এ বা ইউটিউবে সার্চ করলে অনেক টিউটোরিয়াল পাবেন যেখান থেকে সহজেই ওয়ার্ডপ্রেস শিখতে পারবেন ।