
অনেকদিন পর আবার টিউন করছি। আজকে আপনারদেরকে দেখাবো কিভাবে AirDroid app দিয়ে আপনার এন্ড্রয়েড ডিভাইসের ফাইল পিসিতে আদান-প্রদান করতে পারবেন। আর এটার জন্য কোন ইন্টারনেট কানেকশান লাগবে না।
যা যা লাগবেঃ
১। ডেস্কটপ পিসি/ল্যাপটপ
২। Wi-fi adapter/ Wlan card/ Wireless Router (যদি ডেস্কটপ থাকে, ল্যাপটপে সাধারণত Wlan কার্ড ইনস্টল করাই থাকে)
যদি ডেস্কটপে Wi-fi না থাকে তাহলে বাজার থেকে একটি USB Wireless Adapter বা Wlan Card কিনে লাগিয়ে নিতে হবে। ৮০০-২০০০ এর মধ্যে ভালো USB Wireless Adapter পাওয়া যায়।
৩। Connectify Software
Torrent Link
MediaFire Link
৩। Airdroid
Google Play-Store
MediaFire Link
৪। একটি এন্ড্রয়েড ডিভাইস
প্রথম ধাপঃ
আপনার পিসিতে Connectify ইনস্টল করে নিন। ইনস্টল করা হলে ওপেন করুন। এরকম একটা উইন্ডো আসবে
-
আপনার Hotspot Name এবং Password কনফিগার করে নিন নিজের ইচ্ছামত।
-
Internet to Share এ Automatic সিলেক্ট করে রাখুন। এতে করে পিসিতে নেট কানেক্টেড হলে Connectify অটোমেটিক ডিটেক্ট করবে।
-
Share Over এ Wi-Fi সিলেক্ট করুন
-
Sharing Mode এ Wi-Fi Access Point Encrypted (WPA2) সিলেক্ট করুন
-
স্ক্রল করে একদম নিচে যান ও Firewall এ Allow Internet Access Allow ও Local Network Access এ টিক মার্ক দিন