ও দিয়ে শব্দ গঠন নিম্নরূপ :
ওল, ওলকপি, ওঝা, ওজন,ওয়ালপেপার।
ও দিয়ে বাক্য গঠন
সব্জি হিসাবে ওলের চাষ কিছুটা লটারিতে এক টাকা লাগিয়ে দশ টাকা পাওয়ার মতো।
ওলকপি সাধারনত দুই ধরনের, সাদাটে সবুজ এবং বেগুনি সবুজ ।
ওঝা সাপে কাটা মানুষের ডাক্তার।
অতিরিক্ত ওজন ক্ষতিকর ।
সুন্দর ওয়ালপেপার দেখতে ভাল লাগে ।