
যা যা জানতে পারবেন :
প্রশ্নঃ কম্পিউটার নিয়ে বাংলা অনুচ্ছেদ লিখ ।
উত্তরঃ
কম্পিউটার অনুচ্ছেদ
কম্পিউটার বিজ্ঞানের একটি সাম্প্রতিক আবিষ্কার। কম্পিউটার অর্থ গণনাকারী যন্ত্র ।কম্পিউটার এমন একটি বৈদ্যুতিক যন্ত্রকে বুঝায় যেটা খুব দ্রুত গাণিতিক গণনা করতে পারে এবং প্রচুর তথ্য বিন্যাস করতে পারে। কম্পিউটার আমাদেরকে নানাভাবে উপকার করছে। কম্পিউটার আমাদের জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তির বিশ্ব, বর্তমান বিশ্ব কমিপউটারের বিশ্ব। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সকল ক্ষেত্রেই কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। কম্পিউটার অত্যন্ত দ্রুত গতিতে এবং নিখুঁতভাবে গণনার কাজ করতে পারে। পৃথিবীর সকল দেশের অফিস আদালত ও কলকারখানায় কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। বর্তমান বিশ্বের অতি পরিচিত শব্দ হচ্ছে ই-গভর্নেন্স বা ডিজিটাল প্রশাসন। ই-গভর্নেন্স সমপূর্ণরূপে কম্পিউটার এর উপর নির্ভরশীল। সরকারি বেসরকারি অফিসে চিরাচরিত ফাইল সংরক্ষণের পরিবর্তে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। আধুনিক তথ্য যােগাযােগ প্রযুক্তি তথা ইন্টারনেট, ফ্যাক্স, ই-মেইল সবই কম্পিউটার ভিত্তিক। কম্পিউটার ব্যাংকিংও অর্থনৈতিক কার্যাবলিতে পরিবর্তন এনেছে। এখন বিশ্বব্যাপী অর্থ বিনিময় ও ব্যবসায়িক কার্যাবলি কম্পিউটারের মাউসের একটি ক্লিক করার ব্যাপার মাত্র। এখন ক্রেতা বিক্রেতারা কম্পিউটারের ইন্টারনেটের মাধ্যমে দ্রব্যসামগ্রী ক্রয়-বিক্রয় করতে পারে। সুতরাং, কম্পিউটার আজকের বিশ্বে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে। রােগ নির্ণয় করতে, আবহাওয়ার সংবাদ প্রেরণ করতে এবং পরীক্ষার ফল প্রকাশেও কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। কম্পিউটারের ব্যবহার মানব সভ্যতাকে এগিয়ে এনেছে, আমাদের কাজকর্মকে আরাে গতিশীল ও নিখুঁত করেছে।
—সমাপ্তি–
আরও জানুনঃ
সব গুরুত্বপূর্ণ বাংলা অনুচ্ছেদগুলোর তালিকা
কম্পিউটার সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রকাশ করুন। কম্পিউটার অনুচ্ছেদটি কেমন লেগেছে ? এতে কি সংযোজন করা যায় বা বাদ দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন ? মন্তব্য করে জানান আমাদের ।