কম্পিউটার ট্রাবলশুটিং : কম্পিউটার স্লো ? এখনি ফাস্ট (Fast) করে নিন
কম্পিউটার স্লো হওয়া নিয়ে ট্রাবলশুটিং : আজ আমি কম্পিউটার স্লো হয়ে গেলে দ্রুত করার কয়েকটি সমাধান নিয়ে আলোচনা করব। এতে কাজের গতি বৃদ্ধি পাবে এবং স্বাচ্ছন্দে পিসি চালাতে পারবেন ।
আমরা অনেকে এক্সপি, ২০০০, Windows 7 , Windows 8 বা Windows 10 ইউস করি । আবার কিছু অফিস আদালতে এখনো Windows 98 ইউস করতে দেখা যায়। সকল অপারেটিং সিস্টেমে সমস্যার টাইটেল একই হলেও সমাধানের প্রকার একটু ভিন্ন। তবুও সমাধান এর পদ্ধতি খুব কাছাকাছি । আসুন দেখে নেই স্পীড বাড়ানোর জন্য কোন কোন ফর্মুলা প্রয়োগ করা যেতে পারে।
প্রথমে,
My Computer এর প্রপার্টিস এ যান।
তারপর এডভান্স অপশন সিলেক্ট করুন।
পারফরমেনস অপশনস এর থার্ড অপশন => Adjust for best performance সিলেক্ট করে OK করে দিন।
তারপর ডেস্কটপে এ right বাটন ক্লিক করে প্রপার্টিস এ গিয়ে থিমস এ Windows ক্লাসিক সেট করে নিন, তারপর ok করুন। কাজটি ok করার পর স্ক্রিন সেভারও অফ করে রাখুন। এর ফলে আপনার কম্পিউটার এর গ্রাফিক্স এফেক্ট অফ হয়ে যাবে, RAM এর উপর চাপ কম হবে, যার ফলে আগের চেয়ে বেশি স্পীড পাবেন।
ভার্চুয়াল মেমরি বাড়িয়ে নিন :
প্রথমে My Computer এর প্রপার্টিস গিয়ে Advance option সিলেক্ট করুন, পারফরমেন্স অপশন এর সেটিং এ ক্লিক করে আবার advance এ ক্লিক করুন। পারফরমেন্স অপশন এর ভার্চুয়াল মেমরি এর change অপশন এ ক্লিক করুন।
এখানে কাস্টম সাইজ এ আপনার RAM এর মেমরির দ্বিগুন সাইজ সেট করুন ইনিশিয়াল সাইজ এ, আর তার ডাবল সাইজ সেট করুন মাক্সিমাম সাইজ এ, তারপর ok করে রিস্টার্ট চাইলে রিস্টার্ট দিন।
অতিরিক্ত সকল ফাইল রিমুভ করুন:
স্টার্ট মেনুতে ক্লিক করে রান এ ক্লিক করুন, তারপর লিখুন “prefetch” এন্টার দিন, সকল ফাইল মুছে ফেলুন ( ডিলেট করে দিন )।
Run =>> prefetch
একইভাবে temp %temp% cookies inf লিখে একে একে এন্টার দিয়ে সব ফাইল মুছে ফেলুন।
Run =>> temp
Run =>> %temp%
Run =>> cookies
Run =>> inf
এখন দেখুন আপনার কম্পিউটার আগের চেয়ে দ্রুত গতির হয়েছে। চলবে …


© 2013 - 2018 সর্বস্বত্ব সংরক্ষিত