আসসালামুইকুম।
কেমন আছেন সবাই আশাকরি ভালো আছেন,
আমিও আল্লাল রহমতে ভালোই আছি।
সাম্প্রতিক এক জড়িপে দেখা গেছে ৭৯ ভাগ ফেসবুক ব্যবহারকারী কম্পিউটার অথবা মোবাইল ডিভাইসে ফেসবুকে না ঢুকে একদিন থাকতে পারে না।
বাষ্টেড কাভারেজ, কোএড ম্যাগাজিন এবং কলেজ ক্যান্ডি আড়াই হাজার মানুষের ওপর নীরিক্ষা চালিয়ে এই তথ্য প্রকাশ করেছে।
এদের মধ্যে অর্থেকই সোস্যাল নেটওয়ার্কের ওপর নির্ভরশীলতার জন্য চিন্তিত।
শতকরা ৪০ জন ঘুম থেকে উঠে মুখ ধোয়ার আগেই ফেসবুক ব্যবহার করেন।
৭০ ভাগ ব্যবহারকারী জানিয়েছেন ফেসবুক যদি সার্ভিস চার্জ নিতে শুরু করে তাহলে তারা একাউন্ট বন্ধ করে দেবেন।
শতকরা ৯২ জন জানিয়েছে ফেসবুকের ষ্ট্যাটাস আপডেট আসলে কাজের কিছু না।
শতকরা ৫০ জন ফেসবুকের প্রাইভেসি সেটিং নিয়ে অসন্তুষ্ট।
কোন কোন বন্ধুর সাথে বেশি যোগাযোগ করা হয়েছে এই তথ্য প্রকাশ পেলে বিরক্ত হন ৬৫ ভাগ ব্যবহারকারী।
শতকরা ৪৫ জন জানিয়েছে তারা ফেসবুকের বন্ধুদের ছবি এলবামে রাখেন।
শথকরা ৬৬ জনের বক্তব্য কার কত বন্ধু এটা দেখে তারা বন্ধুত্বের হিসেব করেন না।
সবাই ভালো থাকবেন ধন্যবাদ।