জেনে রাখুন জি-মেইলে -গুগুণ এ প্লাস প্রোফাইল বাধ্যতামূণক
সম্প্রতি গুগল তাদের অ্যাকাউন্ট তৈরির পদ্ধতিতে কিছু পরিবর্তন এনেছে। এর ফলে নতুন গুগল অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে একইসঙ্গে গুগল প্লাস প্রোফাইলও তৈরি করতে হবে।
গুগলের আওতাধীন বিভিন্ন সেবা যেমন গুগল ডকস, জিমেইল, ইউটিউব ইত্যাদি ব্যবহার করতে গুগল অ্যাকাউন্ট প্রয়োজন হয়। মূলত একটি অ্যাকাউন্ট দিয়েই গুগলের সব ক’টি অ্যাপ্লিকেশন ব্যবহার করা সম্ভব। কিন্তু নতুন এই আপডেটের ফলে এই গুগল অ্যাকাউন্ট তৈরি করতে হলেই ব্যবহারকারীকে একইসঙ্গে গুগল প্লাস প্রোফাইল তৈরি করতে হবে।
টেকক্রাঞ্চ লিখেছে, এর ফলে যারা কেবল গুগল ডকস, ইউটিউব অর্থাৎ যে কোনো একটি বা দু’টি সেবা ব্যবহারের জন্য অ্যাকাউন্ট তৈরি করবেন, তাদের গুগল প্লাস প্রোফাইলগুলো অব্যবহৃতই পড়ে থাকবে। তবে প্রাথমিকভাবে গুগলের লক্ষ্য ব্যবহারকারীদের গুগল প্লাসের আওতায় আনা, এমনটিই মনে করছেন অনেকে