টুইটারে আপত্তিকর টুইট করার কারণে অনেকেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। এ জন্য জনপ্রিয় মাইক্রোব্লগ সাইটটিতে বিনিময় করা টুইট নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আপত্তিকর পোস্টগুলো যেন সবার মাঝে ছড়িয়ে না পড়ে সে জন্য তা সেন্সরের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সাইটটির প্রধান নির্বাহী ডিক কস্টোলো। দ্য হেরাল্ড সান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আপত্তিকর টুইটগুলো লুকিয়ে ফেলা হতে পারে বলে ইংগিত দিয়েছেন কস্টোলো। আর এ জন্য সন্দেহজনক টুইটার অ্যাকাউন্টগুলো থেকে পাঠানো টুইটগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
আপত্তিকর টুইটগুলো সাধারণত ভুয়া অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়ে থাকে। এদের অনেকেই অ্যাকাউন্ট চালুর সময় ব্যক্তিগত তথ্য বা ছবি দেননি। এই সুযোগে তাঁরা নির্দ্বিধায় আপত্তিকর মন্তব্য করে বসেন।