বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কি? | প্রশ্ন – উত্তর – বিস্তারিত
বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম :
ARPANET(Advanced Research Projects Agency Network)
বিশ্বে প্রথম ইন্টারনেট চালু হয় ১৯৬৯ সালে ।
১৯৬০-এর দশকে মার্কিন সামরিক বাহিনীর গবেষণা সংস্থা অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট্স এজেন্সি বা আরপা (ARPA) পরীক্ষামূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারের মধ্যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে। প্যাকেট সুইচিং পদ্ধতিতে তৈরি করা এই নেটওয়ার্ক আরপানেট (ARPANET) নামে পরিচিত ছিল। এতে প্রাথমিকভাবে যুক্ত ছিল। ইন্টারনেট ১৯৮৯ সালে আইএসপি দ্বারা সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। ১৯৯০ এর মাঝামাঝি থেকে ১৯৯০ এর পরবর্তি সময়ের দিকে পশ্চিমাবিশ্বে ইন্টারনেট ব্যাপক ভাবে বিস্তৃত হতে থাকে।
লেখাটি আপনাদের ভাল লেগেছে?


© 2013 - 2018 সর্বস্বত্ব সংরক্ষিত