নবীদের মধ্যে কেও ভারতীয় উপমহাশে আগমন করেনি। ইসলাম/ইহুদি/খৃষ্টান ধর্ম মতে প্রথম মানব এবং প্রথম নবী হযরত আদম (আ.) শ্রীলংকায় আগমন করেছিলেন। শ্রীলংকার যে পাহাড়ে আদম প্রথম পা রেখেছিলেন তার নাম হলো আদম পিক হিল(Adam’s Peak)।

ইসলামী ধর্ম মতে, মানব সৃষ্টির পর থেকে ১ লাখ ২৪ হাজার অথবা ২ লাখ ২৪ হাজার নবী-রাসুল পৃথিবীতে এসেছেন। এর মধ্যে ২৫+ জন নবী-রাসুলেরর নাম কোরআনে উল্লেখ্য আছে।