
যা যা জানতে পারবেন :
আমরা সবাই ত গুগলি মামারে চিনি । আজ আমার পোস্ট টি হল ওই মামারে নিয়া । আমাদের কম্পিউটার এর সংগ্রহ করা গুরুত্বপূর্ণ কিছু ফাইল আছে । এখানে সংগ্রহ করা ফাইল গুলো অনেক সময় কম্পিউটার নস্ট হয়ে যায় , এতে আমাদের অনেক কিছু ও হারিয়ে যায় । এর হারাবে না , মামার কাছে সব কিছু ছেড়ে দিন ।
মামা ড্রাইভ কি ভাবে চালু করব ?
আপনার যদি গুগলি মামার সাথে আকাউন্ট বা Gmail এ আকাউন্ট থাকে তাহলে আপনি এ ড্রাইভ ব্যবহার করতে পারবেন । তবে মামা ত একটু চালাক আমরা সবাই জানি । মামা চায় সফটওয়্যার ইন্সটল করতে । আমরা চাই সফটওয়্যার ছাড়া । তবে কথা হইল গিয়ে সফটওয়্যার ইন্সটল করলে যেই কাজ হবে, না করলেও সেই কাজ হবে ।
যদি আপনার G-mail account থাকে , প্রথমে আপনি আপনার G-mail account লগ ইন করতে হবে । তারপর আপনি Drive এ ক্লিক করেন।
এর একটি নতুন পেইজ আসবে । এখানে বলা হবে যে পিসির জন্য ইন্সটল করেন গুগুল ড্রাইভ ।
( কিন্তু আমরা এটা ইন্সটল করব না )
মামা থেকে আমরা কি সুবিধা পাব …।।
১. মাইক্রুসফট অফিস এর সকল কাজ করতে পারবেন ।
২. ফাইল যোগ করতে পারবেন ।
৩. পিডি এফ ফাইল দেখতে পারবেন ।
এভাবে আমরা মামাকে দিয়ে অনেক কিছু সংগ্রহে রাখতে পারি ।
আজ আর নয় ।
আমার সাথে যোগ দিন এখানে ।