আজকের পর্বে সবাইকে স্বাগতম । আমরা আজকে দেখব আমাদের পিসিকে ওয়েব সার্ভার বানিয়ে ড্রুপাল সেটআপ করার নিয়ম । আর আমার মত ওয়েব সার্ভার ইন্টারনেটে এ ড্রুপাল না চালিয়ে নিজের পিসিতে ওয়েব সার্ভার বানানো ভাল । কারন এতে আপনি ভাল ভাবে প্রেক্টিস করতে পারবেন । আর আপনার নেট স্পীড এরও কোন সমস্যা করবে না । তাহলে কথা না বারিয়ে আমাদের লোকাল পিসিতে ড্রুপাল সেটআপ দেই ।
নিজের কম্পিউটার কে ওয়েভ সার্ভার বানাই :
এজন্য প্রথমে আপনাকে XAMPP আথবা WAMP ডাউনলোড করতে হবে। আমি এখানে XAMPP দিয়ে দেখাব ।
প্রথমে XAMPP ইন্সটল করুন .
এরপর এখান থেকে ড্রুপাল ইন্সটাল করুন ।
XAMPP_ CONTROL.EXE চালু করেন ।
এবার খেয়াল করে দেখেন Apache আর MySQL চালু আছে কিনা ।
এবার আপনার ডাউনলোড করা ড্রুপাল .ZIP ফাইল্টা এক্সট্রাক্ট করেন , আর যে ফোল্ডার পাবেন সেটি রিনেম করে DRUPAL লিখুন।
এরপর ফোল্ডারটা C:\xampp\htdocs এ পেস্ট করেন । যদি অন্য ড্রাইভ এ হয় তাহলে নিজে বের করুন ।
প্রথমে আপনাকে একটি ডাটাবেইস তৈরি করতে হবে , তাই আপনার ব্রাউজার এ নিচের লিংক টি বসিয়ে এন্টার চাপুন ।
http://localhost/phpmyadmin
প্রথমে ডাটাবেজ আর নাম দিন এরপর Create এ ক্লিক করেন । যেমন আমি আমার ডাটাবেজ আর নাম দিলাম Drupal7DB
এরপর এবার ব্রাউজার এ নিচের লিংক টি বসিয়ে এন্টার চাপুন । এটিই কিন্তু আমাদের সাইট লিংক ।
http://localhost/drupal
স্ট্যান্ডার্ড এ টিক দিয়ে save and continue দিন ।
এবার save and continue ক্লিক দিন ।
এবার উপরের মত একটা ফর্ম আসবে ।
এবার ডাটাভেজ নেম এ আপনার তৈরি ডাটাবেজ নেম দিন । আর ইউজার নেম এ RooT লিখেন । এরপর save and continue তে ক্লিক করেন ।
এবার আসল কাজ । ড্রুপাল ইন্সটল শেষ। এখন আপনার সাইট এর নাম , লগিন ইউজার নে,ম পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে Save and continue তে ক্লিকান ।
এইবার ইন্সটল শেষে একটা কংগ্রাচুলেশন মেসেজ দিবে আপনাকে। আপনি এইখান থেকে হাইলাইট করা লিঙ্কে ক্লিকান নিজের সাইট দেখতে।
এই যে আপনার ড্রুপাল সাইট । কেউ দেখে ডরাইয়েন না ।