অনেক দিন অসুস্থ থাকার পর আজ কম্পিউটার এর সামনে বস্লাম । আর কুমিল্লা আইটির কথা মনে পড়লো । তাই টিউন লিখতে বসে পরলাম।
আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালই আছেন । আজ যে বিষয় নিয়ে বলব সেটির শুরু হয়ে গেছে তবুও আর অনেক দিন বাকি আছে । আমরা যারা হ্যাকার সম্পর্কে জানি বা পারধর্শি তারা আজই নিচের লিঙ্ক গুলো দেখুন ।
তৃতীয় বার্ষিক হ্যাকার কাপের জন্য প্রতিযোগীদের নিবন্ধন শুরু করেছে ফেসবুক।
২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বার্ষিক এ প্রতিযোগিতার নিবন্ধন। প্রতিযোগিতার বিজয়ী হ্যাকার পাবেন নগদ ১০ হাজার ডলার পুরস্কার। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের তুলনায় এবারের আয়োজনে পুরস্কারের অর্থের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া শীর্ষ ২৫ জন হ্যাকার মেনলো পার্কে ফেসবুকের সদর দপ্তর ঘুরে দেখার সুযোগ পাবেন।
দুই রাউন্ডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপটি হবে অনলাইনে। প্রিলিমিনারি রাউন্ড শুরু হবে ২৫ জানুয়ারি এবং চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
দ্বিতীয় হ্যাকার কাপ প্রতিযোগিতায় বিশ্বের ১৫০টি দেশ থেকে ৮ হাজার প্রতিযোগী অংশ নেন।
হ্যাকার কাপ-সংক্রান্ত তথ্য দেখা যাবে এ লিংটিতে ক্লিক করে ।
রেজিস্টেশন করতে হবে এখানে
ধন্যবাদ সবাইকে ( ভাল লাগলে কমেন্ট আশা করি )