যা যা জানতে পারবেন :
সফটওয়্যার কি? প্রকারভেদ ?
সফটওয়্যার : সফটওয়্যার হল কিছু প্রোগ্রামের সমষ্টি, কর্মপদ্ধতি ও ব্যবহারবিধি , যা কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক্স যন্ত্র কে নির্দেশ করে কি করতে হবে ও তা কিভাবে করতে হবে । সফটওয়্যার হল কম্পিউটারের প্রাণ ।
কম্পিউটারে বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে তার মধ্যে কিছু ব্যবহারিক সফটওয়্যার রয়েছে যা নিত্যদিন প্রয়োজন । যেমনঃ অফিস ট্যুলস অ্যাপলিকেশন । মাইক্রোসফট অফিস ট্যুলস সফটওয়্যারটির মাধ্যমে বিভিন্ন প্রকারের তথ্য ভান্ডার , ডাটাবেজ,প্রেজন্টেশন ইত্যাদি তৈরি করা যায় ।
সার্বিকভাবে কম্পিউটার পরিচালনা করার জন্য এক প্রকারের সফটওয়্যার রয়েছে যেগুলিকে বলা হয় অপারেটিং সিস্টেম , যেমনঃ মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস,উবুন্টু ইত্যাদি। অপারেটিং সিস্টেম জাতীয় সফটওয়্যারগুলি কম্পিউটারের অন্যান্য সফটওয়্যার ও হার্ডওয়্যারের মাঝে সমন্বয় সাধন করে কার্যক্ষম করে তুলে । এছাড়াও সফটওয়্যারগুলি কম্পিউটারের মাধ্যমে সকল প্রকারের কাজ সম্পাদনে সাহায্য করে।
সফটওয়্যারের প্রকারভেদ
কম্পিউটার সফটওয়্যার প্রধানত ৩ প্রকার । যথাঃ
১। সিস্টেম সফটওয়্যার
২। এপ্লিকেশন সফটওয়্যার
৩। প্রোগ্রামিং সফটওয়্যার
আপনাদের ওয়েবসাইটটি সুন্দর সাদামাটা হয়েছে। আপনাদের পোস্টটি পড়ে ভাল লেগেছে। ধন্যবাদ।