ভ্রমণকারী বা পর্যটকদের জন্য দুই ধরনের থাকার ব্যবস্থা রয়েছে। তার মধ্যে একটি হলো হোটেল এবং অন্যটি হলো মোটেল। দুইটিই থাকার জায়গা হলেও কিছু সুযোগ-সুবিধা হোটেল ও মোটেলের মধ্যে পার্থক্য তৈরি করেছে।
হোটেল ও মোটেল এর মধ্যে পার্থক্যঃ
হোটেল হলো যেখানে টাকার বিনিময়ে থাকা যায়। এর সাথে খাওয়ার, সুইমিংপুল এবং গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এইগুলো মূলত বহুতল বিশিষ্ট হয়ে থাক। হোটেল শব্দটি চালু হয় ১৬০০ সালে। এটা ফ্রেঞ্চ শব্দ থেকে এসেছে। হোটেল হলো এমন একটি জায়গা যেখানে পর্যটক বা ভ্রমণকারীদের থাকার ব্যবস্থার পাশাপাশি খাওয়া-দাওয়া, লাউঞ্জ, জিম, বিনোদন এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হয়। গ্রাহক চাইলেই এগুলো নিতে পারবেন।

মোটেল শব্দটি এসেছে মোটরযান এর থেকে। অর্থাৎ এর সাথে খাওয়ার ব্যবস্থা থাকুক বা নাই থাকুক গাড়ি রাখার ব্যবস্থা থাকবে। এইগুলো মূলত একতলা বা দুইতলা বিশিষ্ট হয়ে থাকে এবং রুমের ঠিক সামনেই গাড়ি রাখা হয়।মোটেলের ধারণাটি এসেছে আমেরিকা থেকে। ১৯২০-এর দশকে মোটেল ধারণাটি ব্যাপকভাবে চালু হয়। আমেরিকায় মহাসড়ক ব্যবস্থার উন্নতির সাথে সাথে মোটেলও জনপ্রিয়তা পেতে শুরু করে। মূলত মহাসড়কের পাশে বিশ্রামাগার হিসেবেই কাজ করে এটি।

সাধারণত হোটেলে থাকতে মোটেলের চেয়ে বেশি অর্থ খরচ হয়।