SQL এর পূর্ণ রূপ হলো Structured Query Language। এটি একটি কুয়েরি ভাষা। কুয়েরি করার জন্য ব্যবহৃত এই ভাষায় লেখা কমান্ডসমূহ (যেমন : SELECT, INSERT, UPDATE, and DELETE ইত্যাদি ) বা স্টেটমেন্টসমূহ প্রায় মানুষের ভাষার কাছাকাছি । তাই, SQL কে অতি উচ্চস্তরের ভাষা বলা হয়।
আস-সালামু আলাইকুম
আস-সালামু আলাইকুম ( আপনার উপর আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক ) আপনার নবজাতকের নাম চূড়ান্ত করার আগে দয়া করে আপনার স্থানীয় মসজিদে ইমামের সাথে পরামর্শ করতে ভুলবেন না। জাজাকআল্লাহ খায়রান ।