অ্যাসেম্বলার কাকে বলে ? ,অ্যাসেম্বলার কি ,অ্যাসেম্বলি ভাষা কাকে বলে ,অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ , ,এসেম্বলি অ্যাসেম্বলি কি,অ্যাসেম্বলি ভাষা কি
অ্যাসেম্বলার : অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করার জন্য যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয়,তাকে অ্যাসেম্বলার বলা হয়। এটি অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় রূপান্তর করে। অর্থাৎ নেমোনিক কোডকে মেশিন ভাষায় অনুবাদ করে। প্রোগ্রামের কোথায় কোনো ভুল থাকলে Error Message দেয়।
এসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি? অ্যাসেম্বলি ভাষা কি? বিস্তারিত
অ্যাসেম্বলার এর কাজ :
- ১। নেমোনিক কোডকে(ADD,LOAD etc) মেশিন ভাষায় অনুবাদ করে।
- ২। সাংকেতিক ঠিকানাকে মেশিন ভাষায় লেখার ঠিকানায় রূপান্তর করে।
- ৩। প্রোগ্রামে কোনো ভুল থাকলে Error Message দেয় ।
- ৪। সব নির্দেশ ও ঠিকানা প্রধান মেমোরিতে রাখে।