যা যা জানতে পারবেন :
প্রশ্নঃ আ এর উচ্চারনের নিয়ম গুলো লিখ ।
উত্তরঃ আ এর উচ্চারনের নিয়ম গুলো নিম্নরূপঃ
১. বাংলা উচ্চারণের ধারা অনুসারে একাক্ষর শব্দের ‘আ’ কিছুটা দীর্ঘ উচ্চারিত হয়। যথা- রাম (রা-ম্), আম (আ-ম্), জাম (জা-ম্), রাগ (রা-গ্)-এখানে আ-কার কিছুটা দীর্ঘ, কিন্তু এ-শব্দগুলােই যখন রামা, জামা, কিংবা রাগা হয়, তখন আ-কারটি অপেক্ষাকৃত হ্রস্ব হয়ে যায়।
২, শব্দের আদিতে ‘জ্ঞ’ এবং ‘্য’ (য)-ফলায়ুক্ত ব্যঞ্জনবর্ণের সঙ্গে আ (া) -কার সংযুক্ত হলে সেই আ (া) কারের উচ্চারণ প্রায়শ অ্যা (া্্য)-কারের মতাে হয়ে থাকে। যথা- জ্ঞান (গ্যাঁন), জ্ঞাত (গ্যাঁতো), জ্ঞাপিত (গ্যাপিত), খ্যাত (খ্যাতাে), ব্যাধ (ব্যাধ্) ইত্যাদি।
আরও পড়ুনঃ
বাংলা উচ্চারণের নিয়ম hsc
বাংলা বানানের নিয়ম
আদ্য অ এর উচ্চারণের নিয়ম
অন্ত্য-অ এর উচ্চারনের নিয়ম
মধ্য-অ উচ্চারনের নিয়ম
তৎসম শব্দ বানানের পাঁচটি নিয়ম
অতৎসম শব্দ বানানের পাঁচটি নিয়ম