
আপনি কি আপনার ফেসবুক ইসলামিক গ্রুপ এর জন্য ইসলামিক গ্রুপের নিয়মাবলী খুজছেন ? এখান আপনার জন্য ইসলামিক গ্রুপের নিয়মাবলী দেওয়া হলো । ভালো লাগলে ব্যবহার করুন ।
মনে রাখবেন ,
তোমরা প্রচার করো তা একটি আয়াতও হোক না কেন ৷
(সহীহ্ বোখারী:-৩৪৬১)
আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ্
সকল প্রশংসা একমাত্র আল্লাহরই প্রাপ্য, যিনি আপনাকে-আমাকে দ্বীন ইসলাম প্রচারের এই সুমহান দাওয়াতের কাজে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন । আল্লাহর অশেষ রহমতে আমরা এই ইসলামিক গ্রুপটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি ।ই সলামিক গ্রুপটিকে সুন্দর এবং সাবলিল রাখতে তাই গ্রুপের কিছু নিয়ম চালু করতে যাচ্ছি।
ইসলামিক গ্রুপের নিয়মাবলী :
- ফেসবুক গ্রুপটি যেহেতু ইসলামিক, এখানে ইসলাম বহির্ভূত সকল পোস্ট নিষিদ্ধ ।
- মানুষের ঈমান বৃদ্ধি করে এবং আমলে আগ্রহ বারে এরকম পোস্ট বেশি বেশি করার চেষ্টা করতে হবে ।
- কোরআন বড় না টাকা বড় তথা সামান্য টাকাকে কোরআনের সঙ্গে তুলনা করে Yes or No লেখা – এ জাতীয় কোন পোষ্ট করা যাবে না।
- নিজের ধারণা নেই এমন পোস্ট না দেয়া বা না জেনে এবং সত্য যাচাই না করে পোস্ট দেয়া থেকে বিরত থাকুন এবং সর্বোপরি গুজব পরিহার করতে হবে ।
- গ্রুপে বাজে বা Spam এবং অশ্লীল (18+) পোস্ট নিষিদ্ধ ।❎
- ক্যাপশন ছাড়া শুধু পিকচার দিয়ে পোস্ট করা যাবে না ।
ইসলামিক গ্রুপের নাম | সুন্দর ফেসবুক ইসলামিক গ্রুপের নাম
- গ্রুপে অন্য কোন ফেসবুক Page/Group/Personal ID/ পর্নোগ্রাফি Link বা বিজ্ঞাপনমুলক Link পোস্ট করা বা Share করা যাবে না ।❎
- সাম্প্রদায়িক উস্কানিমূলক, রাজনৈতিক পোস্ট বা দলীয় ব্যক্তিদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং কোন প্রকার ব্যঙ্গ, বাজে ভাষা ব্যাবহার করা যাবে না।
- পিকচার ছাড়াও শুধু লিখা পোস্ট করা যাবে যদি সেটা শিক্ষামমূলক পোস্ট হয়। অথবা কোরআন এবং হাদিসের রেফারেন্স ভিত্তিক হয় ।
- গ্রুপে জরিপ পোস্ট, কোন Earning site link / রেফারেল দেয়া যাবে না।❎
- একই পোস্ট বার বার করা যাবে না ; পরপর পোস্ট করা থেকে বিরত থাকুন এবং একদিনে সর্বোচ্চ ৫ টির বেশি পোস্ট দিবেন না । দুটি পোস্টের ক্ষেত্রে মাঝে কমপক্ষে ১ ঘণ্টা ব্যবধান রাখতে হবে।
- শুধু পিকচার অথবা শুধু লিখা না দিয়ে লিখার সাথে মিল রেখে একটি ইসলামিক পিকচার দিয়ে পোস্ট করুন এবং কমপক্ষে দুই /তিন লাইন এর কোন কথা লিখুন অথবা ছবির সঙ্গে মিল রেখে একটি কোরআনের আয়াত কিংবা হাদিস লিখে পোষ্ট করুন ।
Bangla নামের অর্থ | আরবি নামের অর্থ বাংলা | 100,001+ শিশুর নামের অর্থ জানুন বাংলা
- কোন পোস্টের কমেন্টে বাজে মন্তব্য, বাজে ছবি এবং ব্যক্তিগত ছবি বা ফোন নাম্বার দেয়া যাবে না ।
- প্রয়োজনীয় পোস্ট Copy করতে পারবেন এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রচারে “Post” Share করতে পারবেন ।
- ধর্ম নিয়ে সকল প্রকার জরিপ পোষ্ট নিষিদ্ধ ।
- কোন Photo পোস্ট করার ক্ষেত্রে কোন ‘মানুষ’ এবং ‘প্রাণীর’ ছবি না দেয়া ভাল ; তবে কোন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দিতে পারবেন কিন্তু কোনো মহিলার ছবি দেয়া যাবে না ।
- তিন/চার দিন অতিবাহিত হওয়া পুরাতন কোন পোষ্ট/পিকচার আবারও এ গ্রুপে পোষ্ট করতে পারবেন ৷
- কাটা/ফাটা/বিকলঙ্গ/অশ্লীল অথবা এক্সিডেন্ট/আত্মহত্যার রক্তাক্ত কোন পিকচার পোষ্ট করা যাবে না ।
- কোন Photo পোস্ট করার ক্ষেত্রে তার Photo Caption এর সাথে মিল থাকা জরুরি।
- কোন প্রাণীর আর্ট করা পিকচার দিয়ে পোস্ট করা যাবে না।
- গ্রুপটি সকলের জন্য উন্মুক্ত। কেউ এখানে কারো ব্যক্তিগত ধর্ম বিশ্বাস নিয়ে বাকবিতণ্ডায় জরাবেন না ।
সেরা আনকমন ফেসবুক গ্রুপ নাম তালিকা
- মেয়েদের ছবি পোষ্ট করার প্রয়োজন হলে অবশ্যই পরিপূর্ণ চেহারা ঢাকা পর্দা করা মেয়ের ছবি পোষ্ট করতে হবে ।
- মিথ্যা কোন সংবাদ/ঘটনা এ গ্রুপে পোষ্ট করা অপরাধ হিসেবে বিবেচিত হবে ৷ অতএব ভেবে-চিন্তে পোষ্ট করুন ৷
- কোনো পোস্টে অশালীন শব্দ প্রেম/ভালবাসা/জোকস/কৌতুক জাতীয় কোনো প্রকার পোস্ট করা যাবে না !
- এখানে কেউ কারো ব্যক্তিগত দিক নিয়ে কটুক্তি করবেন না।
- কোন বিষয়ে দ্বিধা থাকলে, সন্দেহ হলে বা গ্রুপ নিয়মের বহির্ভূত হলে তা আলোচনার মাধ্যমে সমাধা করে নিবেন ।
- মৌলিক বিষয়ে লিখতে চেষ্টা করুন এবং বিতর্কিত পোষ্ট করা থেকে বিরত থাকুন ৷
- গ্রুপের কোন এডমিন(Admin) কে Block করা যাবে না ।⚠
- এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই তার ব্যক্তিগত প্রশ্ন বা কিছু জানা-জানানোর জন্য Admin দের সাথে যোগাযোগ করবেন।
- কারো কোনপ্রকার জিজ্ঞাসা-প্রশ্ন/তথ্য জানার থাকলে গ্রুপে পোস্ট করতে পারেন।
Top 100+ Bangla Facebook Bio | Bengali Bio and status
- ❎গ্রুপে অযাচিত-অশালীন/অশ্লীল-বাজে পোস্ট/কমেন্টকারীকে বিনা নোটিশে ‘BAN’ দেয়া হবে । ⚠
- ❎ গ্রুপের মহিলা মেম্বারদের সাথে খারাপ আচরণ করলে ‘BAN’ দেয়া হবে । ⚠
ইসলাম প্রচারের স্বার্থে আপনার বন্ধু বান্ধব – নিকট পরিচিত দের গ্রুপে Add করুন । আর কাউকে গ্রুপে Add করতে গ্রুপের Add member + অপশনে যেয়ে মেম্বার Add করতে পারবেন । ☑
ইসলামিক গ্রুপটির পরিবেশ সুন্দর-সাবলিল রাখতে সবার সাহায্য কামনা করছি,
ধন্যবাদ ।
খেয়াল রাখবেন :
- আপনার লেখাটি যথাযথভাবে সাজানো হয়েছে কিনা লক্ষ্য করুন ৷
- শাব্দিক ত্রুটি থাকলে তা এডিট করুন ৷
- বানানে ভুল থাকলে তা ঠিক করুন ৷
- অনুচ্ছেদ /প্যারাগ্রাফ ঠিকমত দিয়েছেন কিনা একবার
- দেখে নিন ৷
সবচেয়ে আলোচিত ফেসবুক গ্রুপের নিয়ম কানুন গুলো । ফেসবুক গ্রুপ রুলস