ই দিয়ে শব্দ গঠন নিম্নরূপ :
ইলিশ, ইঁদুর, ইমাম, ইমারত,ইজারা ।
ই দিয়ে বাক্য গঠন
বাঙালিদের কাছে ইলিশ খুব জনপ্রিয়।
ঘরে একবার ইঁদুর ঢোকা মানে জীবন অতিষ্ঠ হয়ে যাওয়া।
যিনি মসজিদে বা বাইরে জামায়াতে নামাজ পরিচালনা করেন তিনিই ইমাম ।
ইমারত নির্মাণ আইন ও বিধিমালা অনুসরণ করা জরুরি ।
মুগল আমলে ইজারা ব্যবস্থা বহাল ছিল।