প্রশ্ন : উদীয়মান অর্থনীতির দেশে বৈদেশিক বিনিয়োগ (FDI) আকর্ষণ ও বৃদ্ধিতে কাজ করে কোনটি?
ক। IFC খ। M IGA গ। ICSID (ফাঁদ: IFC )
উত্তর : MIGA ।
ব্যাখ্যা: IFC উন্নয়নশীল দেশে ‘বেসরকারি খাতে’ বিনিয়োগ বৃদ্বিতে কাজ করে। MIGA উদীয়মান অর্থনীতির দেশে ‘বৈদেশিক বিনিয়োগ’ (FDI) আকর্ষণ ও বৃদ্ধিতে কাজ করে। ICSID সরকার এবং বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে ‘বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি’ করতে কাজ করে।
- MIGA এর পূর্ণরূপ কি ? উ: MIGA এর পূর্ণরূপ হল Multilateral Investment Guarantee Agency ।
- IFC এর পূর্ণরূপ কি ? উ: IFC এর পূর্ণরূপ হল International Finance Corporation ।
- IFCSID এর পূর্ণরূপ কি ? উ: IFCSID এর পূর্ণরূপ হল International Centre for Settlement of Investment Disputes ।
- FDI এর পূর্ণরূপ কি ? উ: FDI এর পূর্ণরূপ হল Foreign direct investment ।