ঊ দিয়ে শব্দ গঠন নিম্নরূপ :
ঊষা, ঊর্মি, ঊর্ধ্ব, ঊর্বর,ঊর্ধ্বগামী।
ঊ দিয়ে বাক্য গঠন
ঊষার শান্ত হাওয়া বয়ে যায় ।
মধ্য সমুদ্রের ঊর্মি মালা ভয়াবহ ।
চল,চল,চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল!!
ঊর্বর মাটি চাষাবাদের উপযোগী ।
মায়া বড় ঊর্ধ্বগামী , এটা বাড়তে থাকে, বাড়তেই থাকে!