
যা যা জানতে পারবেন :
প্রশ্নঃ গ্রাম্য ডাক্তার নিয়ে বাংলা অনুচ্ছেদ লিখ ।
উত্তরঃ
গ্রাম্য ডাক্তার অনুচ্ছেদ
স্বল্প যোগ্যতাসম্পন্ন যে ডাক্তার গ্রাম এলাকায় তার পেশা চালিয়ে যায় তাকে গ্রাম্য ডাক্তার বলে। একজন গ্রাম্য ডাক্তার গ্রাম এলাকার খুবই পরিচিত ব্যক্তি । সে সাধারণত উচ্চ শিক্ষিত এবং যোগ্যতাসম্পন্ন নয়, তিনি একজন হাতুড়ে ডাক্তার। সে একজন যোগ্যতাসম্পন্ন ডাক্তারের অধীনে কয়েক বৎসর কাজ করে প্রশিক্ষণ গ্রহণ করে। তারপর তিনি তার এলাকায় ডাক্তার হিসেবে তার পেশা শুরু করেন। তার ডিসপেনসারী গ্রামের বাজারে কিংবা তার নিজের বাড়িতে অবস্থিত। তিনি একই সঙ্গে গ্রামের রোগীনের চিকিৎসা করেন এবং তাদের নিকট ঔষধও বিক্রি করেন। অনেক সময় তিনি রোগীদেরকে ঔষধ বিনামূল্যে দেন। তিনি সকালে তার ডিসপেনসারীতে বসেন এবং সন্ধ্যা পর্যন্ত কাজ করেন । তিনি রোগীদেরকে যত্নসহকারে চিকিৎসা করেন। তিনি তাদের কাছ থেকে কম ফি গহণ করেন এবং কখনো কখনো গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা করেন। মাঝে মাঝে ভুল চিকিৎসার জন্য রোগীরা মারা যায়। তিনি হাতুড়ে ডাক্তার হলেও সমাজে তার যথেষ্ট প্রভাব এবং সম্মান আছে। তিনি কেবল গ্রাম বাসীদের নিকট ডাক্তারই নন, তাদের পরম বন্ধুও। মাঝে মাঝে তিনি চিকিৎসা করার জন্য রোগীদের বাড়িতে যান। সংক্ষেপে একজন গ্রাম্য ভাক্তারের চিকিৎসা বিজ্ঞানে প্রাতিষ্ঠানিক জ্ঞান না থাকলেও তিনি গ্রামবাসীদের নিকট খুবই প্রিয়।
—সমাপ্তি–
আরও জানুনঃ
সব গুরুত্বপূর্ণ বাংলা অনুচ্ছেদগুলোর তালিকা
গ্রাম্য ডাক্তার সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রকাশ করুন। গ্রাম্য ডাক্তার অনুচ্ছেদটি কেমন লেগেছে ? এতে কি সংযোজন করা যায় বা বাদ দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন ? মন্তব্য করে জানান আমাদের ।