যা যা জানতে পারবেন :
প্রশ্নঃ জাতীয় পতাকা কখন অর্ধনমিত রাখা হয় ?
উত্তরঃ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় নিম্নোক্ত সময়ে :
(১) ২১শে ফেব্রুয়ারি তথা শহিদ দিবস;
(২) ১৫ই আগস্ট তথা জাতীয় শোক দিবস; এবং
(৩) সরকার কর্তৃক প্রজ্ঞাপিত অন্য যে কোন দিবস।
সোর্সঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা-১৯৭২ (পরিমার্জিত-মে, ২০১০)-এ।বিধি ৪.১ (২)
জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বর্ণনাটা এ-রকম: যেক্ষেত্রে ‘‘বাংলাদেশের পতাকা অর্ধনমিত থাকে, সেইক্ষেত্রে প্রথমে সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করা হইবে এবং অতঃপর নামাইয়া অর্ধনমিত অবস্থায় আনা হইবে। ঐ দিবসে নামাইবার সময় পুনরায় উপরিভাগ পর্যন্ত উত্তোলন করা হইবে, অতঃপর নামাইতে হইবে।’’
জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় কেন ?
শ্রদ্ধা, শোক ও কষ্টের প্রতীক সরূপ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় কোন দিবসে ?
জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় নিম্নোক্ত দিবসেঃ
(১) ২১শে ফেব্রুয়ারি তথা শহিদ দিবস;
(২) ১৫ই আগস্ট তথা জাতীয় শোক দিবস; এবং
(৩) সরকার কর্তৃক প্রজ্ঞাপিত অন্য যে কোন দিবস।