ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ? উ : ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা ।
ডেঙ্গু মশার নাম এডিস মশা ।
ডেঙ্গু জ্বর একটি সংক্রামক ট্রপিকাল ডিজিজ যা ডেঙ্গু ভাইরাসের মাধ্যমে হয়। এডিস মশা ডেঙ্গু জ্বরের মূল বাহক। অসুখটি প্রাণঘাতী ডেঙ্গু হেমোরেজিক ফিভারে পর্যবসিত হয় যার ফলে রক্তপাত, রক্তে অণুচক্রিকার কম মাত্রা ও প্লাজমা লিকেজ অথবা ডেঙ্গু শক সিন্ড্রোমে রূপ নেয়, যেখানে রক্তচাপ বিপজ্জনকভাবে কম থাকে।
এই মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। কয়েক প্রজাতির এডিস মশকী (স্ত্রী মশা) ডেঙ্গু ভাইরাসের প্রধান বাহক। যেগুলোর মধ্যে এডিস ইজিপ্টি মশকী প্রধানতম।
সুত্র : উইকিপিডিয়া