
আপনি কি খুজছেন কিভাবে ডেটাবেজে টেবিল তৈরি করা যায় ? , DBMS ICT HSC সম্পর্কিত প্রশ্নের উত্তর খুজছেন ? ,ডেটাবেজের ভিত্তি কি ?, তাহলে এই পোষ্টটি আপনার জন্যই ।
ডেটাবেজ (Database) হলো পরস্পর সম্পর্কযুক্ত একাধিক টেবিলের সমন্বয়ে গঠিত। প্রত্যেকটি টেবিল কতকগুলো রেকর্ড নিয়ে গঠিত। আবার পরস্পর সম্পর্কযুক্ত কতকগুলো ফিল্ড মিলে গঠিত হয় রেকর্ড। সুতরাং , ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি।কোনো টেবিল তৈরি করার পূর্বে টেবিলের প্রত্যেকটি রেকর্ডে কি কি ফিল্ড থাকবে তা নির্দিষ্ট করে ঠিক করে নিতে হয়। কোনো ডেটাবেজে কি কি ফিল্ড থাকবে তা নির্ভর করবে ডেটাবেজের উদ্দেশ্য , কোন ধরনের ডেটাবেজের হবে বা ডেটাবেজে কী ধরনের ডেটা থাকবে তার উপর। আবার প্রত্যেকটি ফিল্ডে কী ধরনের ডেটা থাকবে অর্থাৎ ডেটা টাইপ কি হবে তা নির্ধারণ করতে হয়।
MS Access এ ডেটাবেজে টেবিল তৈরি করা :
MS Access এ টেবিল তৈরির একটি উপায় হল “ডিজাইন ভিউ” তে টেবিল তৈরি করে । MS Access এ টেবিল তৈরি করতে “ডিজাইন ভিউ” এর অপশন মেনু হতে “Create” ট্যাবটি ক্লিক করুন । তারপরে “Tables” গ্রুপ হতে “Table Design” বাটনটি ক্লিক করুন । এটি করার পরে ট্যাবড নথি বা ডকুমেন্ট এলাকায় নতুন টেবিলটি দেখায়।

আরও পড়ুন:
Bangla নামের অর্থ | 100,001+ শিশুর নামের অর্থ জানুন বাংলা