যা যা জানতে পারবেন :
ডেটাবেজ সিকিউরিটি কাকে বলে ,ডেটাবেজ সিকিউরিটি কোন বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে,ডেটাবেজ সিকিউরিটি কত প্রকার ও কি কি ? ইত্যাদি বিস্তারিত পড়ুন ।
ডেটাবেজ সিকিউরিটি কাকে বলে ?
ডেটাবেজ সিকিউরিটি : কোনো অনাকাঙ্খিত ব্যক্তির (Hacker) হাত থেকে ডেটাবেজ এর ডেটার গোপনীয়তা রক্ষা করাকে বলা হয় ডেটাবেজ সিকিউরিটি । এজন্য ডেটাকে এনক্রিপ্টেড করা হয় ।
পড়ুন : ডেটা এনক্রিপশন কি ?এনক্রিপশন কিভাবে কাজ করে ?
ডেটাবেজের সিকিউরিটি ২ প্রকার । যথা :
- (১) সিস্টেম সিকিউরিটি
- (২) ডেটা সিকিউরিটি
ডেটাবেজ সিকিউরিটি যে বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে :
১। ব্যবহারকারিদের ডেটা ব্যবহার করার অধিকার সংরক্ষণ করা ।
২। সিস্টেম এর রিসোর্স ব্যবহার নিয়ন্ত্রণ করা ।
৩। ডিস্ক ব্যবহার নিয়ন্ত্রণ করা ।
৪। ব্যবহারকারির কার্যকলাপ নিয়ন্ত্রণ করা ।
৫। ব্যবহারকারির ডেটা ব্যবহারের সীমা নির্ধারণ করা। কতটুকু তথ্য একজন ব্যবহারকারী ব্যবহার করতে পারবে ।