নারায়ে রিসালাত এর অর্থ কি ?
নারায়ে রিসালাত এর অর্থ রাসূল হওয়া বা রাসূলের আনীত বিষয়াবলী সম্পর্কে ধ্বনি বা আওয়াজ এর মাধ্যমে প্রকাশ । এটা মূলত বিদাতে আচ্ছন্ন কিছু মানুষের বিশেষ শ্লোগান।
এ স্লোগানটি হচ্ছে মুসলমান সমাজে শিরকবাদ প্রচার করার এক অভিনব কূটকৌশল। অথচ রাসূলের উপস্থিতিতে চিত্কার মেরে স্লোগান দেয়া তো দূরের কথা, স্বাভাবিক স্বরে কথা বললেই যে কত জঘন্য বেআদবি হয় তার বর্ণনা দিয়ে আল্লাহ তাঁর পবিত্র কালামের সূরা হুজরাতের ২নং আয়াতে বলেন,
“হে ঈমানদারগণ, তোমরা নবীর সামনে নবীর আওয়াজের চেয়ে চড়া আওয়াজে কথা বলো না। এমনকি তোমাদের পরস্পরিক আলাপের স্বরেও কথা বলো না। কারণ এতে নবীর দরবারে তোমাদের এত জঘন্য বেয়াদবি হবে, যে কারণে তোমাদের জীবনের সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে। অথচ তোমরা তা টেরও পাবে না।”
সূরা হুজরাত ,আয়াত নংঃ২
এই আয়াত অবতীর্ণ হওয়ার পর সাহাবায়ে কেরাম যখন রাসূলের দরবারে যেতেন, তখন এত নিম্নস্বরে কথা বলতেন, যে কারণে রাসূল সঃ তাঁদের কথা রিতিমত বুজতেই পারতেন না। -(তাফসিরে মাআরেফুল ক্বোরআন)