ভার্চুয়াল মেমোরি কাকে বলে ?
ভার্চুয়াল মেমোরি / Virtual Memory / Virtual Storage : ভার্চুয়াল মেমরি (ভিএম) হল উন্নত কার্নেলের জন্য একটি বৈশিষ্ট্য যা একটি অপারেটিং সিস্টেম (OS) এর অতিরিক্ত মেমরিকে RAM বা ডিস্ক স্টোরেজ এর মত নকল করে ব্যবহার করে ।
আরো পড়ুন : ভার্চুয়াল রিয়েলিটি কি ?
মূলত একসঙ্গে অনেকগুলো প্রোগ্রাম চালালে কম্পিউটারের র্যাম নিজের মেমোরি ছাড়াও প্রয়োজনমতো হার্ডডিস্কের অতিরিক্ত জায়গা ব্যবহার করে। যা সোয়্যাপ ফাইল নামেও পরিচিত। র্যামের নিজস্ব ধারণক্ষমতার বাইরে গেলেই অতিরিক্ত এই মেমোরির প্রয়োজন হয়। কিন্তু হার্ডড্রাইভ র্যামের তুলনায় ধীরগতির। ফলে ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে বেশি প্রোগ্রাম চালাতে পারলেও র্যামের মতো ততটা দ্রুতগতির হবে না।