আবু যার (রাঃ) বর্ণনা করেছেন যে, একদা নবী করীম (সাঃ) রাতে নামাযে কুরআন তেলাওয়াত করতে করতে যখন এ আয়াতটির কাছে পৌছলেন

“তুমি যদি তাদের শাস্তি দাও, তারা তােমারই বান্দা। আর যদি তুমি তাদের ক্ষমা করে দাও তাহলে তুমি পরাক্রমশালী ও বিজ্ঞ ।” তখন তিনি বার বার এ আয়াতটিই পড়তে থাকলেন এবং এভাবে ভাের হয়ে গেল।” [ মুসনাদে আহমাদ, বুখারী]