প্রশ্ন : ‘স্ট্যাটিউট অফ দ্যা কোর্ট’ চুক্তির মাধ্যমে গঠিত হয় কোনটি ?
ক। আন্তর্জাতিক আদালত খ। আন্তর্জাতিক অপরাধ আদালত
উত্তর: আন্তর্জাতিক আদালত ।
প্রশ্ন : Rome Statute / রোম সংবিধির মাধ্যমে গঠিত হয় কোনটি ?
উত্তর: আন্তর্জাতিক অপরাধ আদালত ।
প্রশ্ন : ম্যাসটিচট চুক্তির ফলে গঠিত হয় কোনটি?
উত্তর: EU ( ইউরোপীয় ইউনিয়ন )।
প্রশ্ন : উত্তর আটলান্টিক চুক্তির ফলে গঠিত হয় কোনটি?
উত্তর: ন্যাটো ।
ব্যাখ্যা: আন্তর্জাতিক আদালত ‘স্ট্যাটিউট অফ দ্যা কোর্ট’ চুক্তির মাধ্যমে গঠিত হয়। আন্তর্জাতিক অপরাধ আদালত ‘রোম চুক্তি’ (Rome Statue ১৯৯৮) এর মাধ্যমে গঠিত হয় । EU ম্যাসটিচট চুক্তির ফলে গঠিত হয়। কমনওয়েলথ লন্ডন ঘোষণা অনুযায়ী গঠিত হয়। ন্যাটো উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে গঠিত হয়।