এটি পড়লে আপনি জানতে পারবেন : PC তে সেইভ বা Connected করা WiFi পাসওয়ার্ড জানার উপায় , স্মার্টফোন থেকে Connected WiFi এর পাসওয়ার্ড পাসওয়ার্ড জানার উপায়
Connected WiFi এর পাসওয়ার্ড জানতে পারবেন সহজেই । আপনার যদি XIOMI এর কোন স্মার্টফোন থাকে তাহলে শুধু Tap to share Password এ যাবেন । তারপর Barcode Scan করলেই Password জানতে পারবেন ।
তাছাড়া যেভাবে PC তে সেইভ বা Connected করা WiFi পাসওয়ার্ড জানতে পারবেন তা নিম্নরূপ :
পিসির ডান কোনার নিচে টাস্কবারের WIFI আইকনের রাইট বাটন চেপে Open Network and Sharing center – এ ক্লিক করুন।
তারপর Manage wireless networks এ যান।
এবার আপনার সেভ করা / Connected WiFi এর নামের উপর রাইট বাটন চেপে Properties যান।
এই ধাপে Security টেবে যান। Show characters এর টিক চিহ্ন দিন। আপনার কাংক্ষিত পাসওয়ার্ড পেয়ে যাবেন।