DDOS এর পূর্ণরুপ Distributed Denial of Service । DDoS হলো এক ধরনের DOS attack যেখানে একাধিক আপোষিত বা কম্প্রোমাইজড সিস্টেম থাকে যেগুলো প্রায়শই ট্রোজান ভাইরাস দ্বারা সংক্রমিত হয় , একক সিস্টেমকে ক্ষতি করার লক্ষ্যে একটি Denial of Service (DoS) attack এ ব্যবহৃত হয় । মূলত সার্ভারে ও ওয়েবসাইটে এই এটাক করা হয় ।
ddos attack কোন ওয়েবসাইটগুলোতে দেওয়া যায়?
একটি বিদ্বেশপরায়ন প্রচেষ্টা চালিয়ে একটি নির্দিষ্ট সার্ভারের সাধারণ ট্রাফিক কে বিপর্যস্ত করে সেই সার্ভারকে অপ্রতিরোধ্য করে তোলাই বা ইন্টরনেট ট্রাফিক দ্বারা এর অবকাঠামোকে বিপর্যস্ত করাই হলো DDoS attack ।