Syntax Error কী?,Syntax Error কাকে বলে ,Syntax Error কি কারনে হয়?,Syntax Error কিভাবে ফিক্স করবেন?
Syntax Error : প্রোগ্রামিং এর ভাষায়, কোনো প্রোগ্রামের চিহ্ন ,অক্ষর বা টোকেনগুলির ক্রম ভুল করার কারণে যে ত্রূটি দেখায় তাকে Syntax Error বলে ।
মূলত Syntax Error হচ্ছে চিহ্নাদির ভুল । এটি সাধারণত ভুল টাইপিং এর জন্য হয়ে থাকে। যেমন-
printf(); এর স্থলে pritf() লিখলে,
scanf() এর স্থলে Canf() লিখলে ,
কোটেশন (“ ”) এর জায়গায় ” দিলে , সেমিকোলন (;), কমা (,) ইত্যাদি ব্যবহার না করার জন্য এ ধরনের ত্রূটি হয়ে থাকে।
Syntax Error কিভাবে ফিক্স করবেন?
প্রোগ্রামের চিহ্ন ,অক্ষর বা টোকেনগুলি ঠিকমতো ব্যবহার করলে Syntax Error কিভাবে ফিক্স হয়ে যাবে ।